হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইহুদিবাদী দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল সিরিয়ার সাথে সংঘাতে জড়াতে আগ্রহী নয়। রোববার তিনি এ কথা বলেন।
জেরুসালেম পোস্টের বরাত দিয়ে এএফপি জানায়, গোলান মালভূমিতে দু’দেশের বাহিনীর মধ্যে জাতিসঙ্ঘের টহলযুক্ত বাফার জোনে সেনা প্রবেশের নির্দেশ দেয়ার কয়েক দিন পর নেতানিয়াহু এ কথা বললেন।
নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতিতে বলেন, ’সিরিয়ার প্রতি ইসরায়েলের নীতি নির্ধারণ করা হবে মাঠে উদ্ভূত বাস্তবতার দ্বারা। সিরিয়ার সাথে সংঘাতে জড়ানোর কোনো আগ্রহ ইসরায়েলের নেই।’
বিদ্রোহীদের হাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের এক সপ্তাহ পর তিনি এসব কথা বলেন।
সূত্র: বাসস
আপনার কমেন্ট